শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেদীর রং শুকাতে না শুকাতেই সড়কে ঝড়ে গেল নববধুর প্রাণ বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও আমতলীতে যুবদল নেতার জামায়াতে যোগদান মুরাদনগরে সংবর্ধনায় সিক্ত হলেন নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি তাড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার দুই আসামী গ্রেপ্তার

পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ৬ শিশুসহ নিহত ১০

দৈনিক সংবাদ বাংলাদেশ ডেস্কঃ
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত

গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েল বাহিনীর হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনই শিশু। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রোববার (১৩ জুলাই) সারাদিনব্যাপী গাজার বিভিন্ন আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েল বাহিনীর বোমা হামলায় মোট ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৫২ জন।

এই হামলা এমন সময় ঘটলো যখন ইসরায়েল গাজার সমগ্র জনগোষ্ঠীকে দক্ষিণাঞ্চলে স্থানান্তর করতে বাধ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সামরিক অভিযান আরও জোরদার করেছে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, পুরো গাজা জুড়ে তীব্র পানি সংকট বিরাজ করছে। তিনি বলেন, নুসেইরাতসহ অনেক জায়গায় পানির উৎসগুলো দূষিত, কিন্তু প্রচণ্ড তৃষ্ণা মানুষকে বাধ্য করছে সেই পানি সংগ্রহের জন্য আসতে। এভাবেই তারা প্রাণ হারাচ্ছে।

এর আগের দিন, শনিবার (১২ জুলাই) গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমা বর্ষণে আরও অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন রাফাহ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ স্থানে খাবারের অপেক্ষায় থাকা মানুষ।

আল জাজিরার তথ্যমতে, মে মাসের শেষ দিক থেকে জিএইচএফ গাজায় ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে অন্তত ৬৭ জন শিশু প্রাণ হারিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..