রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

মেহেরপুরে মরা গরু জবাইয়ের অভিযোগে কসাইকে তিন মাসের কারাদণ্ড

মুজিবনগর প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৭৮৯ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মরা গরু জবাই করে শহরে মাংস সরবরাহের চেষ্টার অভিযোগে মো. হামজা নামের এক কসাইকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মো. হামজা সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের বরকত আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মো. হামজাকে মরা গরু জবাই করে মাংস শহরে বিক্রির প্রস্তুতির সময় হাতে-নাতে আটক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় মেহেরপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..