মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে নবম শ্রেণির ছাত্রের যুদ্ধবিমান আবিষ্কার, অর্থসংকটে থেমে আছে সিফাতের স্বপ্নযাত্রা আমতলীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা, র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিত — জাতি হিসাবে আমরা ব্যর্থ ও লজ্জিত: বিএনপি নেতা ড. কাজী মনির পরপারে পাড়ি জমালেন সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মো: আব্দুল হামিদ বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা ১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কৃষিবিদ গ্রুপের বিজনেস মিটিং সফলভাবে সম্পন্ন আমতলীতে মৌচাকে ডিল মারাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি পেটা

তালতলীতে ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগে নাগরিক আহবান

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭৬০ বার পঠিত
তালতলীতে ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগে নাগরিক আহবান ----------- ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্ক ও শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা জোরদারকরণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক এডিশনাল আইজিপি মোঃ মাইনুল হাসানের বরাবর ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠান মানবাধিকার কর্মী জোসেফ মাহতাব। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর জোসেফ মাহতাব ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ করেন অতিরিক্ত মহাপরিদর্শক মাইনুল হাসানের সঙ্গে। যদিও ব্যস্ততার কারণে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি, তবে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও স্টাফ অফিসার জনাব মোহাম্মদ নাজমুর রায়হানের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায়, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের প্রধান জনাব অনির্বাণ চাকমা পুলিশ সুপার, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি এর নির্দেশে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মোঃ আহাদুজ্জামান শেখ ও সহকারী পরিদর্শক নুরুজ্জামান সম্প্রতি তালতলীর শুভসন্ধ্যা সৈকত, নিদ্রারচর (ডিসি পয়েন্ট) এবং টেংরাগিরি ইকোপার্ক এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ট্যুরিস্ট পুলিশের টেকনিক্যাল টিম সম্ভাব্যতা যাচাই-বাছাই করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানার সাথে ডিসি পয়েন্টে সাক্ষাৎ হয়। বরগুনা সদর উপজেলার ইউএনও সাক্ষাৎকালে তালতলীতে ট্যুরিস্ট পুলিশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এ উদ্যোগের প্রতি ইতিবাচক সাড়া দেন। উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, সোনাকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ শহিদ আকন, সাবেক ইউপি সদস্য সালাম হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। স্থানীয় সচেতন মহল মনে করছে, ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে তালতলীর পর্যটন নিরাপত্তা আরও জোরদার হবে, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..