বরগুনার বেতাগীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালী। মঙ্গলবার (২৮অক্টোবর) সন্ধ্যায় বেতাগী পৌর শহরে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেতাগী পৌর অডিটোরিয়াম প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন- বেতাগী উপজেলা জাকের পার্টির সভাপতি ফরিদ উদ্দীন খান। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাকের পার্টি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাকের পার্টি বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজির পঞ্চায়েত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা সভাপতি মো: হানিফ সিকদার, বেতাগী উপজেলা জাকের পার্টির সহ-সভপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো: মহারাজ, সাংগঠনিক সম্পাদক মো: সোহারাব হোসেন ও বাংলাদেশ জাকের পার্টি যুব ও ওলামা ফ্রন্ট বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মো: মুসা আব্দুল্লা।
সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে। সাংগঠনিক জনসভা শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্নভাবে শেষ হয়।