বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে দুদক বেতাগীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত কেন্দুয়া আটপাড়া বিএনপিতে জনমত জরিপে এগিয়ে দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল রংপুরে মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ করে বর্বর নির্যাতন, পানির বদলে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ তাড়াইলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জে লগী-বৈঠার ভয়াল হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল সওজ কর্মচারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন: পটুয়াখালীতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ঐক্য আর উদ্দীপনায় মুখর পুরো শহর রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

বেতাগীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত
বেতাগীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত .......................ছবি সংগৃহীত

বরগুনার বেতাগীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী। মঙ্গলবার (২৮অক্টোবর) সন্ধ্যায় বেতাগী পৌর শহরে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেতাগী পৌর অডিটোরিয়াম প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন- বেতাগী উপজেলা জাকের পার্টির সভাপতি ফরিদ উদ্দীন খান। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাকের পার্টি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাকের পার্টি বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজির পঞ্চায়েত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা সভাপতি মো: হানিফ সিকদার, বেতাগী উপজেলা জাকের পার্টির সহ-সভপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো: মহারাজ, সাংগঠনিক সম্পাদক মো: সোহারাব হোসেন ও বাংলাদেশ জাকের পার্টি যুব ও ওলামা ফ্রন্ট বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মো: মুসা আব্দুল্লা।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাকের পার্টির সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে। সাংগঠনিক জনসভা শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্নভাবে শেষ হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..