মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কেন্দুয়া আটপাড়া বিএনপিতে জনমত জরিপে এগিয়ে দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল রংপুরে মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ করে বর্বর নির্যাতন, পানির বদলে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ তাড়াইলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জে লগী-বৈঠার ভয়াল হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল সওজ কর্মচারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন: পটুয়াখালীতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ঐক্য আর উদ্দীপনায় মুখর পুরো শহর রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান তারেক রহমানের বার্তা: বাগেরহাট-৩ মনোনয়নপ্রত্যাশীদের ঐক্য বজায় রাখার আহ্বান মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন

তাড়াইলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৭ বার পঠিত
তাড়াইলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত .......................ছবি সংগৃহীত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে ধারণ করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের Partnership, Progress, Prosperity উদ্যোগের আওতায় এবং দ্য হাঙ্গার প্রজেক্ট, শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু-অংশীদার উদ্যোগ (MIPS) এর সহযোগিতায় তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শীর্ষক আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ।

মঙ্গলবার (২৮অক্টোবর) বেলা ১১টায় তাড়াইল থানা কমপ্লেক্সে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলমের সভাপতিত্বে ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) তাড়াইল, কিশোরগঞ্জের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শান্তি ও সম্প্রীতি রক্ষায় নাগরিক সমাজ, ধর্মীয় নেতা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে একটি সুন্দর ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মোঃ হাবিবুর রহমান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম,
খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী সার্জেন্ট মোঃ মহিউদ্দিন,
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি তাড়াইল শাখার সভাপতি মিশুক ভৌমিক, হিন্দু ধর্মীয় গুরু উপেন্দ্র বর্মন ও কমল চক্রবর্তী (ব্রাহ্মণ)।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ জুয়েল, তাড়াইল থানার সেকেন্ড অফিসার মোঃ লুৎফর রহমান, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবায় আমরা’-এর সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম, দিলোয়ার হোসেন জিহাদী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে। ভিন্ন ধর্ম ও মতের মানুষ একে অপরের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা প্রদর্শন করলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

আয়োজক পিএফজি (তাড়াইল) জানায়, ভবিষ্যতেও এ ধরনের সংলাপ ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে তৃণমূল পর্যায়ে শান্তি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..