২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগী-বৈঠার ভয়াল হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে এবং ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার (২৮ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা শহরের আর এম হাসপাতাল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি নব্বইরশি বাসস্ট্যান্ড, থানার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট–৩ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি সমাবেশে বলেন,
“লগী-বৈঠার সেই ভয়াল দিনের শহীদদের রক্ত বৃথা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে আমাদের সকলের সাহসিকতার ভূমিকা থাকা জরুরি।”
এসময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
বক্তারা লগী-বৈঠার হত্যাযজ্ঞকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, এ ঘটনার বিচার এখনো সম্পূর্ণ হয়নি— যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য একটি বড় প্রশ্ন। সমাবেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং সারাদেশে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।