বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিপিডির ক্লাইমেট উইকে অ্যাওয়ার্ড অর্জন শক্তি ফাউন্ডেশনের রনি-সীমান্ত নেতৃত্বে চুদলিংপং প্রতিবাদ মঞ্চ (চপম) যাত্রা শুরু করলো সরকারি বাঙলা কলেজের সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলা মোরেলগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আমতলীর ইউএনওর গোপন বৈঠক! নান্দাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত নীলফামারীর ডোমারে সেবা ক্লিনিক এ সিজারের রোগীর রক্ত ক্ষরণে নারীর মৃত্যু চিলমারীতে “নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষকদের যৌক্তিক আন্দোলন, প্রাপ্তি ও সক্ষমতা ! ঝালকাঠিতে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

সিপিডির ক্লাইমেট উইকে অ্যাওয়ার্ড অর্জন শক্তি ফাউন্ডেশনের

আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫১ বার পঠিত

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ক্লাইমেট উইক–২০২৫ এ নিজেদের উদ্ভাবনী প্রকল্পের জন্য ছয়টি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে BCEP প্রজেক্টের জন্য ফার্স্ট রানারআপ অ্যাওয়ার্ড অর্জন করেছে শক্তি ফাউন্ডেশন।

রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত সম্মেলনের সমাপনী দিন ২১ অক্টোবর সন্ধ্যায় শক্তি ফাউন্ডেশনের হাতে এ সম্মাননা তুলে দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও বাংলাদেশের রয়েল ডেনিশ এম্বাসির ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।

“আকাঙ্ক্ষাকে কাজে রূপান্তর” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গত ১৮ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হয় ক্লাইমেট উইক–২০২৫। এতে অংশ নেন নীতিনির্ধারক, গবেষক, তরুণ প্রজন্ম, নাগরিক সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের উদ্যোক্তারা।

চারদিন ব্যাপী এই সম্মেলনে শক্তি ফাউন্ডেশনের স্টল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রয়েল ডেনিশ এম্বাসির ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন ও বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সৈয়দ আমির আহমেদসহ দেশি-বিদেশী স্কলার ও নীতি নির্ধারকগণ।

শক্তি ফাউন্ডেশন এই আয়োজনে নিজেদের দুটি প্রকল্প উপস্থাপন করে— ‘লাউতলা বন’ ও ‘রুরাল ইলেকট্রিফিকেশন মডেল’।

‘লাউতলা বন’ হলো মানবসৃষ্ট শহুরে বনায়নের একটি অনন্য মডেল। দখল ও দূষণে বিলুপ্ত হওয়া রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলার লাউতলা খাল পুনরুদ্ধারের পর সেখানে জীববৈচিত্র্যসমৃদ্ধ একটি বন গড়ে তোলে শক্তি ফাউন্ডেশন। এ পর্যন্ত ৭২টি প্রজাতির প্রায় ১০,০০০ গাছ রোপণ করা হয়েছে, যা নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করছে শক্তি ফাউন্ডেশন। এর ফলে পার্শ্ববর্তী এলাকার তুলনায় এই অঞ্চলের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। বর্তমানে বনটির পরিচর্যার দায়িত্বে রয়েছেন তৃতীয় লিঙ্গের দুজন মালি, যা অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানেরও উদাহরণ।

অন্যদিকে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শক্তি ফাউন্ডেশন সম্পন্ন করেছে একটি কমিউনিটি ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির পাইলট প্রকল্প। সেখানে সাদ্দামবাজার এলাকার ২০টি পরিবার নিজেদের উৎপাদিত বিদ্যুৎ নিজেদের ব্যবহারের পাশাপাশি অন্যদের কাছেও বিক্রি করতে পারে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে তারা সেচ ও অটোরিকশা চার্জিংয়ের কাজও সম্পন্ন করে। এই প্রকল্পের একটি মডেলও শক্তি ফাউন্ডেশন তাদের স্টলে প্রদর্শন করে।

আয়োজনে শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের তরুণ নেতৃত্বকে টেকসই ও ন্যায্য জলবায়ু ভবিষ্যতের পথে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..