বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল বিএনপিতে যোগদান নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে প্রবাহমান খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ তাড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিটিভির প্রধান প্রকৌশলী! কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি, প্রটোকল অফিসারের বিরুদ্ধে তদন্ত দাবি ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বেতাগীতে মানববন্ধন আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নিহত তাড়াইলে বিএনপির ফ্যামিলি ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের সচেতনতায় সামির হোসেন সাকি নুরের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত অন্তত ৮ প্রশাসনের নাকের ডগায় মিরপুরে আবাসিক ‘হোটেল গার্ডেন ভিউ’তে রমরমা দেহ ব্যবসা

বরগুনা-১: মশিউরকে জাতীয় সংসদে পাঠানোর দাবিতে তীব্র জনমত

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৭২ বার পঠিত
ছবি: সংগৃহীত

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে জনমত নিয়ন্ত্রণে চলছে নানা আলোচনা। স্থানীয় জনসাধারণের মধ্যে বহুবার প্রশ্ন উঠেছে—কোন প্রার্থী এই অঞ্চলের মানুষের নিরাপত্তা, কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হবেন।

পড়শি হোটেল, রেস্টুরেন্ট, হাটবাজার ও চায়ের দোকানে এই বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। বিশেষ করে বরগুনা সদর, আমতলী ও তালতলীর মানুষ মনে করছেন, বর্তমান বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এই আসনে সাধারণ জনগণের সাথে পর্যাপ্ত যোগাযোগ রাখতে ব্যর্থ। স্থানীয় নেতাকর্মীদেরও মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এদিকে, বরগুনার অভিজ্ঞ জাতীয়তাবাদী নেতা মশিউর রহমান আকনের নাম সমর্থকদের মুখে মুখে শোনা যাচ্ছে।

২০০১ সালের বরগুনা-১ উপনির্বাচনে তার কার্যকর নেতৃত্বে বিএনপি প্রার্থী এমপি নির্বাচিত হন। বর্তমান নির্বাচনের জন্যও মশিউর রহমান আকন চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। তিনি বরগুনা সদর, আমতলী ও তালতলী এলাকায় জনতার দ্বারে দ্বারে পৌঁছে আসনের জন্য ৩১ দফা পরিকল্পনা নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

স্থানীয় ভোটাররা মনে করছেন, যদি মশিউর রহমান আকনকে মনোনয়ন দেওয়া হয়, তবে বিশেষ করে আমতলী ও তালতলী উপজেলার প্রায় ৩০ হাজারের বেশি ভোটের সহায়তায় এই আসনে বিজয় সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

গুলিশাখালী ইউনিয়নের জেলেপারার বাসিন্দা মোঃ আবুল মাদবর বলেন, আমাগো বরগুনা-১ আসনে মশিউর ভাইকে যদি ধানের শীর্ষ প্রতিক দেওয়া হয়, তাহলে এই অঞ্চলের গরীব, দুঃখী ও জেলে জনগনের স্বপ্ন পূরণ হবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..