কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩জানুয়ারি) দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, তাড়াইল-এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানজিলা আখতার, উপজেলা নির্বাহী অফিসার, তাড়াইল, কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ জিসান আলী, সহকারী কমিশনার (ভূমি), তাড়াইল, কিশোরগঞ্জ এবং জনাব মোঃ জালাল উদ্দিন, অফিসার ইন চার্জ, তাড়াইল থানা, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার, তাড়াইল, কিশোরগঞ্জ।
আলোচনা সভায় বক্তারা সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তিনির্ভর সমাজসেবার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সমাজসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।