বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল উপজেলার কাঁচারি পুকুর ময়লার ভাগাড়: সংস্কারের দাবি স্থানীয়দের বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মির্জাগঞ্জে শোক সভা ও দোয়া নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাদী হত্যা মামলার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ খালেদা জিয়া ইতিহাসে স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন: জাতিসংঘ মহাসচিব ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি-বুলবুল এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ তারেক রহমানের উত্তরবঙ্গ সফর: ৪ দিনের কর্মসূচি প্রকাশ তাড়াইলের ডিউটি অফিসার ইব্রাহিম কর্মদক্ষতা ও দায়িত্বশীলতায় অনন্য

তাড়াইলে বেগম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে যুবকের ওপর হামলার অভিযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গভীর রাতে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ হামলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটে গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে, তাড়াইল থানাধীন সাররং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায়।

ভুক্তভোগী মোঃ হৃদয় মিয়া (২৪), পিতা মৃত গোলাপ মিয়া, সাং সাররং, তাড়াইল, কিশোরগঞ্জ। তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে রওয়ানা হলে পূর্বপরিকল্পিতভাবে মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং এক ব্যক্তি তার হাতে থাকা বল্লম দিয়ে আঘাতের চেষ্টা করলে অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি পাশের এক সাক্ষীর বাড়িতে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

ভুক্তভোগী হৃদয় মিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় তার ও তার পরিবারের ওপর বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

এ ঘটনায় তিনি তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াইল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..