বাবারে পদ্মায় আমার বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে। ঠান্ডায় অনেক কষ্টে ছিলাম, রাতে ঠিকমতো ঘুমাইতে পারি নাই। এখন রাইতে ভালো মতো ঘুমাইতে পারুম।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে ধুলশুড়া ইউনিয়নের ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খানের নিজ বাড়িতে শীতার্ত মানুষের মাঝে বিতরণকৃত কম্বল পেয়ে এভাবেই আক্ষেপ করে কথাগুলো বলছিলেন বৃদ্ধ আমেনা বেগম।
তিনি ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি এলাকার বাসিন্দা। শুধু আমেনা বেগমই নয়, তার মতো ডেবনেয়ার গ্রুপের উদ্যোগে কম্বল পেয়েছেন মানিকগঞ্জ, হরিরামপুর ও দোহারের অসহায় ২০ হাজার শীতার্ত মানুষ। তীব্র এই শীতে অস্বস্তিতে থাকা মানুষের জন্য ডেবনেয়ার গ্রুপের মানবিক এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে মানুষের।
কম্বল পেয়ে ধুলশুড়া ইউনিয়নের আবিধারা গ্রামের হোসনেয়ারা বেগম (৪৫) বলেন, নদী ভাঙনে আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে গেছিলো তারপর আইয়ুব খান স্যার আমাদের জমি রেখে বাড়িঘর করে দিয়েছে। প্রতি শীতে আমাদের শীতের কম্বলসহ ঈদে জামাকাপড়, টাকা ও বিভিন্ন রকমের সহযোগী করে থাকে। তার জন্য আমারা অনেক সাহায্য পায়।
ডেবনেয়ার গ্রুপের পক্ষ থেকে আকিবুল খান বলেন, ডেবনেয়ার গ্রুপের এমডি আমার বড় ভাই আইয়ুব খানের উদ্যোগে আমরা কম্বল শীতার্ত মানুষের মাঝে মোট ২০ হাজার কম্বল বিতরণ করছি। মানিকগঞ্জ, হরিরামপুর, দোহার ও নবাবগঞ্জেও পর্যায়েক্রমে কম্বল বিতরণ করা হবে। ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা বিশ্বাস করি সমাজের প্রতি দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজসেবক আওলাদ হোসেন খান, ধুলশুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদ খান, সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, সহ-সভাপতি বিল্লাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।