বরগুনার আমতলী উপজেলায় শীতার্ত অসহায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ৩০টি এতিমখানা ও হাফিজি মাদ্রাসার চার শতাধিক এতিমের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
আমতলী উপজেলার কৃতি সন্তান ও সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুর রহিমের উদ্যোগে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শুক্রবার বিকেলে আমতলীতে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক জেহাদী, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মমিন খাঁন, জমিয়াতে হেজবুল্লাহ আমতলী পৌর শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর মেনাজ উদ্দিন, গাজীপুর দ্বীনিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু মুছা এবং আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এমন মানবিক কার্যক্রম সমাজে সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।