নানা নাটকীয়তার পর জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলটির প্রতীক হাতপাখা নিয়ে ২৬৮টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ১১ দলের আসন সমঝোতা নিয়ে কয়েক দিনের টানাপোড়েনের পর দলীয় ফোরামে আলোচনা করে একক নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ঘোষণার পরপরই সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাতেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাত ৯টার দিকে উপজেলা কার্যালয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ-উল্লাস করা হয়।
এ সময় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। নেতাকর্মীরা একক নির্বাচনের সিদ্ধান্তকে সাহসী ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে জামায়াতে ইসলামীসহ কয়েকটি সমমনা দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও আলাদা দিনে গণভোটের দাবিতে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। পরবর্তীতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোট থেকে সরে এসে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।