১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)-এর সঙ্গে পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে পটুয়াখালী শহরের মল্লিকা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান। তিনি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে স্বতঃস্ফূর্তভাবে পটুয়াখালী-১ আসনের সকল জোটপ্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও সভায় ১১ দলীয় জোটের পটুয়াখালী জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ডা. ওহাব মিনার বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচিত হলে ধনী-গরিব, শিক্ষিত-স্বল্পশিক্ষিতসহ সকল ধরনের বৈষম্য দূর করতে কাজ করব। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবকে পুঁজি করে আর কাউকে রাজনৈতিক বা ব্যক্তিগত সুবিধা নিতে দেওয়া যাবে না। তারা হলেন আমাদের নতুন বাংলাদেশের স্তম্ভ। তাদের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।
বক্তব্যে তিনি জুলাই আন্দোলনকালীন সময়ে নিজের ভূমিকা, ত্যাগ এবং সাহসী বিপ্লবীদের অবদান স্মৃতিচারণ করেন এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আগামী দিনের রাজনৈতিক লক্ষ্য, উন্নয়ন পরিকল্পনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।