কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় অর্ধশত নেতা-কর্মী চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা সদর বাজারের ট্টলারঘাটস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তারা অন্তর্ভুক্ত হন।
নবাগত নেতা-কর্মীরা ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা দেশ ও জাতিকে ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করতে এবং সমাজে সততা, নৈতিকতা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর)-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন আব্দুর রহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং দিগদাইড় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দিলোয়ার হোসেন জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নবাগত নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি দোয়া পরিচালনা করেন প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।