বেতাগীতে প্রেসক্লাবের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ) রাত ৮ টায় বেতাগী প্রেস ক্লাব কার্যালয় এ আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বেতাগী প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আবুল বাসার খানের সঞ্চালনায় এ সময় বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: হাসান, সাধারণ সম্পাদক ফোরকান ইসলাম ইমারত ও দি কান্ট্রি টুডের ভ্রাম্যমান প্রতিনিধি আরিফ সুজন, দৈনিক বুলেটিন,র উপজেলা প্রতিনিধি মো : আলি আহমেদ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত করেন বেতাগী বন্দর মসজিদের ইমাম মাওলানা জোবায়ের হোসেন।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী হিসাবে দেশের মানুষের কল্যাণ ও সাংবাদিক সমাজের উন্নয়নে অবদান রাখেন। যা সাংবাদিক সমাজ মনে রাখবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।