সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের শুভ উদ্বোধন রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন বেতাগীতে শিক্ষার্থীকে নির্যাতন ও ভিডিও ছড়ানোর অভিযোগ ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি হতদরিদ্র কর্মহীনরা বাদ, ভেকুতে কাজ, কাবিটা প্রকল্পে অনিয়মের পাহাড় নান্দাইলে ইমাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ আমতলীতে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ভূতাইলের মাঠে দর্শকের উল্লাস, ইছাপুরা পেল নগদ ২ লাখ টাকার পুরস্কার সাংবাদিক নেতা সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহার পরলোক গমন: সাংবাদিক কমিউনিটির শোক প্রকাশ বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ আরিফ ভূইয়া নামের এক যুবক আটক

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৬০১৪ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোঃ আরিফ হোসেন ভূইয়া (২৫) নামে এক যুবককে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

জানাগেছে গতকাল (সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে অভিযান চালায় মির্জাগঞ্জ থানা পুলিশ।

অভিযান পরিচালনা করা সাব-ইন্সপেক্টর আবুল হোসেন বলেন সোমবার রাত ৯টায় ময়দা গ্রামের ইউনুচ আলী ভূইয়ার বাড়ির সামনে থেকে আরিফকে তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে,  আরিফ ময়দা গ্রামের ছোহরাব ভূইয়ার ছেলে।

এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানাগেছে মাদকসম্রাট আরিফের ভয়ে বাড়ির ও ওই গ্রামের বাসিন্দারা সবসময় আতঙ্কে থাকেন কেউ কিছু বললে বা সামান্য কোন কিছু নিয়ে দ্বন্দ্ব হলে তিনি দা,বটি,খোন্তা, কুড়ালসহ দেশীয় অস্ত্র-সস্র নিয়ে লাফিয়ে পরেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে এ ধরনের ঘটনার জন্য মির্জাগঞ্জ থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী বলেন হ্যা ঘটনাটা শুনেছি ইতিপূর্বে তাদেরকে বেশ কয়েকবার ভালো হওয়ার জন্য সতর্ক করা হয়েছে কিন্তু তাতে আরো আমার উপর তারা ক্ষিপ্ত হয়। আরিফ ছাড়াও আরও কয়েকজন এ ব্যবসার সাথে জড়িত আছে বলে শুনেছি তাই মির্জাগঞ্জ থানা পুলিশকে অনুরোধ করবো যাতে তারা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখে।

স্থানীয় মহিলা ইউপি সদস্য মোসাঃ বুলবুলি বলেন ঘটনাটা শুনেছি এরা ময়দা গ্রামটাকে একবারে মাদক দিয়ে শেষ করে দিলো ছোট ছোট ছেলেরাও মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে। আমরা কিছু বলতে গেলেই আমাদের উপর চড়াও হয় যার কারনে কিছু বলাও যায়না।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন আরিফ নামের আসামীকে আমরা ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেছি তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে, মামলা নং-০৬, তা-১৬/০১/২০২৩ইং। আসামিকে আজ মঙ্গলবার কোর্টে চালান করা হয়েছে।

তিনি মাদকের বিষয় আরো বলেন, মাদক কারবারিদের কে আমরা কোন ছাড় দিবো না। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। আমি যোগদানের সাথে সাথে সুখদেব নামে আরো এক মাদক কারবারিকে আমরা আটক করি। জনসাধারণকে বলবো আপনারা মাদকের বিষয় আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..