মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ “শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ১৬ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের হল রুমে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান ও প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৫ সদস্য নিয়ে গঠিত ৭টি গ্রুপে ভাগ করা হয়। ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি ছাত্র প্রতিনিধি, ও ১টি যুবসমাজ অংশগ্রহণ করে, দ্বিতীয় পর্বে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭টি গ্রুপ অংশগ্রহণ করেন।
তারমধ্যে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১টি ছাত্র প্রতিনিধি ও ১টি যুবসমাজ।