নতুন রোভার স্কাউট লিডার তৈরি করা, ভবিষ্যতে স্কাউটিংয়ের চেতনা ও মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে ৬৭২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস মুরাদনগর উপজেলার আয়োজনে কবি নজরুল মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান। স্কাউটের সাবেক উপজেলা সম্পাদক ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা স্কাউট কমিশনার ময়নাল হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, স্কাউটিং কেবল একটি আন্দোলন নয়, এটি তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার অন্যতম মাধ্যম। নতুন রোভার স্কাউটদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
বক্তারা আরো বলেন, স্কাউটিং আমাদের শিখায় কীভাবে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে হয় এবং কীভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হয়। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বে দক্ষ করে তোলে এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম করে। বক্তারা অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মূল আদর্শকে সামনে রেখে নিজেদের উন্নয়নে এবং সমাজের কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করেন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কোর্স লিডার খালেদা আক্তার, প্রশিক্ষক আক্তারুজ্জামান (এল টি) ও ছবির আহাম্মদ, মো. রফিকুল ইসলাম ভুইয়া(এ এল টি), জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক শারমিন ফাতেমা (এ এল টি), কোষাধ্যক্ষ মফিজ উদ্দিনসহ উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ।