রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ চৈতার পীর মাওলানা নুর মোহাম্মদ খান মারা গেছেন ‘অবাধ সুষ্ঠু নির্বাচন: সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে বিশাল গণ জোয়ার  আমতলীতে ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে টাকা ছিনতাই শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতি গঠন সম্ভব নয় — মোরেলগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. ওবায়দুল ইসলাম রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে নিহত ১০, আহত সাড়ে ৪০০ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের একান্ত বৈঠক ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর ......................................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল থানার শাহবাগ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিক (৪৫) নামের এক ব্যক্তির স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারী বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী রফিক থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার শফিকুল ইসলাম, রাকিব, রিটন মিয়া, মানছুরা আক্তার, রিতা খাতুন, করুনা আক্তারসহ আরও ৫-৬ জনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে লোহার রড, কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রডের আঘাতে তার স্ত্রীর হাঁটু চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং পরে চুল ধরে মাটিতে ফেলে হত্যার চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্তরা তার স্ত্রীর কানের দুল (৮ আনা) ও গলার চেইন (৮ আনা) ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা। পাশাপাশি তার পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়।

আহত নারীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে রফিক বাড়িতে ফিরে এসে স্ত্রীকে অটোরিকশায় করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

রফিক অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও ম্যাজিস্ট্রেট আদালতে ৭ ধারায় মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্তরা তাকে ও তার স্ত্রীকে খুন করে ঘরের ভেতরে পুঁতে ফেলার হুমকি দেয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

তাড়াইল থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..