বাগেরহাটের মোরেলগঞ্জে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন, প্রেস কনফারেন্স ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে “সর্বস্তরের শান্তিকামী জনগণ” লেখা ব্যানার নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন— দায়িত্ব পালনে ওসির নানা অনিয়ম, জনবান্ধব আচরণের অভাব এবং সাম্প্রতিক সময়ে গৃহীত সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা দ্রুত তাকে অপসারণ করে এলাকায় শান্তি ও স্বচ্ছ আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানান।
বক্তব্যে তারা উল্লেখ করেন, “জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এলে তা গুরুত্বসহকারে তদন্ত করা জরুরি।”
মানববন্ধন শেষে আয়োজকরা প্রেস কনফারেন্স করেন। এরপর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে অর্ধশতাধিক নারী অংশ নেন। সেখান থেকে মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেন। মিছিলকারীরা ওসি মতলুবর রহমানকে ‘দুর্নীতিবাজ’ ও ‘দলীয় পক্ষপাতদুষ্ট’ বলে দাবি তুললেও প্রমাণসহ কোনো সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করতে পারেননি।
এ ঘটনায় জেলা পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে। জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ওসির বিরুদ্ধে কেউ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর মোরেলগঞ্জ থানায় আওয়ামী লীগের সাবেক এমপি, মেয়র, ছাত্রলীগ–যুবলীগসহ ৯৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের হয়। ওই মামলায় পৌর বিএনপির সভাপতি ও কয়েকজন নেতাকে আগাম না জানিয়ে সাক্ষী করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনাকেই কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং ওসির বিরুদ্ধে ক্ষোভ থেকে মানববন্ধন ও মিছিলের সূত্রপাত ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক ও টানাপোড়েন চলছে।