শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগেরহাট-৪ আসনে লড়বেন বিএনপি নেতা কাজী শিপন ইসলাম কোনো সংগঠনের নাম নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান তাড়াইলে মাদকের সয়লাব: অনিশ্চিত হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র টিয়াখালী কলেজে চায়না কোম্পানির দখল, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মির্জাগঞ্জে শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৮৩৮ বার পঠিত

“সুদকে না বলি,হালাল রাস্তায় বিনিয়োগ করি” স্লোগান নিয়ে”মির্জাগন্জ উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের নতুন কমিটির আত্মপ্রকাশ, আলোচনা সভা ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ১২ই মার্চ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষকদের নিয়ে আত্মপ্রকাশ করা হয়েছে মির্জাগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ নিজাম উদ্দিন সিনিয়র শিক্ষক, ( সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়) সাধারণ সম্পাদক, এ, জেড, এম শফিকুল ইসলাম প্রধান শিক্ষক, ( আন্দুয়া কে, এম সরকারি প্রাথমিক বিদ্যালয়) সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক, (কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়) যুগ্ম সম্পাদক, মাওলানা আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক, (সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়) কোষাধক্ষ্য, মোঃ আতিকুল ইসলাম সহকারী শিক্ষক, (পশ্চিম কালিকাপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা)সহ ও অনন্য সদস্য, এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, মির্জাগঞ্জ উপজেলার জামায়াতের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আবু তালেব খান, কামাল মুন্সী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নবগঠিত মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, আমরা শিক্ষকরা পরস্পরের কল্যাণে যাতে এগিয়ে আসা যায় সেজন্য এই উদ্যোগ, আজকে ইফতার মাহফিলে ও দোয়া অনুষ্ঠানে তিনি উপস্থিত সকল সদস্য সহ শিক্ষকদের কল্যাণ কামনা করেন।

মির্জাগঞ্জ শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নবগঠিত সংগঠনের সাফল্য কামনা করি, মির্জাগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি মোঃ আবুতালেব খান বলেন, সংগঠনের ঐক্য ধরে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।

ইফতারি ও দোয়া অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা সহ দেশ ও জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি, কামনা করে মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..