কুমিল্লার মুরাদনগরে নিটল টাটা রাইসা মোটরস এর স্বত্বাধিকারী মামুন সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের আল সৌদিয়া রেস্টুরেন্টে গাড়ির মালিক ও চালকসহ বাজারের ব্যবসায়ীদের নিয়ে পবিত্র রমজানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে নিটল মোটরস লিমিটেড এর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আনসুর আলম বলেন, রমজানের একটি বিশেষ আমল হলো রোজাদারদের ইফতার করানো। ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। এতিমের সাহায্যকারী ব্যক্তির মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য। আল্লাহ তাআলা আমাদের যেন মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোহাম্মদ আলী, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল বাবু, নবীপুর পশ্চিম ইউপির সদস্য ফারুক মিয়া, চিশতিয়া স্টোরের স্বত্বাধিকারী আব্দুল করিম, জোস কালেকশনের ব্যবসায়ী জামাল হোসেন, ব্যবসায়ী রাসেল আহমেদ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন, আবু মুসা, সাংবাদিক সাখাওয়াত হোসেন তুহিন, মাসুম রানা, কাইয়ুম বাদশা প্রমুখ।
উক্ত আয়োজনে নিটল মটরস এর কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতারের আগে দেশ ও মানবজাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।