বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাট ইজারা আদায়কে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের উত্তেজনা:ককটেল বিস্ফোরণ পটুয়াখালীতে কোষ্ট গার্ডের হাতে অবৈধ চায়না দুয়ারী জাল ও পলিথিন জব্দ রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা গুরুত্বপূর্ণ উপায় : প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে সাদি ও জামিল বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ৭ম আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ তাড়াইলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪১তম বর্ষপূর্তি উদযাপন বেতাগীতে চাঁদাবাজির অভিযোগ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক গ্রেফতার তাড়াইলে মাঠে মাঠে বাতাসে দোলছে কৃষকের সোনালী স্বপ্ন বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে খাইরুল

বেতাগীতে চাঁদাবাজির অভিযোগ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক গ্রেফতার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৭৬৬ বার পঠিত

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বেতাগী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

এছাড়াও চাঁদাবাজির অভিযোগে বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন হাওলাদার।

মামলা সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান (৪৫), ২ নম্বর আসামি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু হাওলাদার (৪০) এবং ৩ নম্বর আসামি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জামাল মিন্টু ওরফে মিন্টু আকন (৪৮)।

এছাড়া মামলায় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইন ২০০০ (সংশোধিত ২০১০) এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বরগুনা আদালতের সি/আর ৬০/২০২৫ নম্বর মামলার বাদী খোকন হাওলাদার। মামলাটি বেতাগী থানার মামলা নং ৭ , তারিখ : ২২ এপ্রিল ২০২৫।

মামলার এজাহার সূত্রে আরো জানা গেছে , ১৪ এপ্রিল ২০২৫ সকাল ১০টার দিকে বেতাগী পৌরসভার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় অভিযুক্তরা নিজেদের তৈরি মনগড়া রশিদ ব্যবহার করে ইজিবাইক, অটোরিকশা ও পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায় করার অভিযোগে মামলা দায়ের করেন বাদী খোকন হাওলাদার।

এবিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, “খোকন হাওলাদার নামের এক ব্যক্তি মামলা দায়ের করেছেন এবং মামলাটি রুজু করা হয়েছে। আমরা মিন্টু নামের একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..