পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঢাকায় বসবাসরত ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক অনুষ্ঠান বর্ণিল ও চমকপ্রদ আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীর একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে গত শুক্রবার (৮ আগস্ট) সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত সাংবাদিকদের মাগফিরাত কামানার দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি অত্যন্ত অনন্দিত ও খুশি হয়েছি মির্জাগঞ্জের সাংবাদিকরা সকলে একই ছায়াতলে রয়েছে ও এতো সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য সংগঠনের সকল সদস্যসহ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে সাংবাদিকরা সমাজের দর্পন বলেও অভিহিত করেন তিনি। তাছাড়া তিনি অক্ষেপ করে বলেন সাংবাদিকদের যেভাবে মূল্যায়ণ করা উচিত সেভাবে মূল্যায়ন করা হয়না অথচ থানায় মামলা না নিলে কিন্তু আমরা সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদেরই দারস্থ হই। তাই রাষ্ট্রসহ সকলের সাংবাদিকদের যথাযথ মূল্যায়ণের তাগিদ দেন মি. চেীধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান মিয়া , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার , বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমীন শিপার, অ্যাসিট্যান্ট অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ, ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি শাহাবুদ্দিন খান, মির্জাগঞ্জ উপজেলা উন্নয়ন সাংসদের সভাপতি ড. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিধ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম আকাশ, পটুয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ডা. সাইফুল আজম রঞ্জু , মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, মির্জাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি নাসির উদ্দিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সি: সহ সভাপতি মোস্তাফিজুর রহমান। অপরাধ বিচিত্রার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেনসহ ঢাকাস্থ মির্জাগঞ্জের সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথিদের বক্তব্যে ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যসহ সকলকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি মির্জাগঞ্জের উন্নয়নে এমজেএফসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব সংগঠনের নির্বাহী পরিষদসহ সকল সদস্যদের সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। সাধারণ সম্পাদক মির্জাগঞ্জের সকল সমস্যা ও সম্ভাবনায় ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব। সংগঠন কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘পায়রার ডাক’ এর মোড়ক প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে উম্মোচন করা হয়।
অনুষ্ঠান শেষে সকল অতিথিবৃন্দ ডিনারে অংশগ্রহণ করেন ও সংগঠনের সকল সদস্যদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব।