★ফুটবলের জয়গান গাইল ভূতাইলের মাঠ, ট্রাইব্রেকারের রোমাঞ্চে ইছাপুরার হাতে উঠলো স্বপ্নের শিরোপা।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূতাইল স্বপ্নতরী আয়োজিত দুই লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট এ ফাইনাল খেলায় নবীনগর উপজেলার ইছাপুরা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নির্ধারিত সময়ের খেলায় প্রতিদ্বন্দ্বী দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি জামাতপাড়া ফুটবল টিমকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইছাপুরা দল।
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ভূতাইল গ্রামের আনোয়ার হোসেন (আনু মেম্বার)-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ (উপ সচিব)।
টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীকাইল কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ ফজলুল হক বাবুল।
প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান। প্রধান মেহমান ছিলেন ইসহাক মুন্সী, বিশেষ অতিথি ছিলেন মোঃ সজল খান এবং বিশেষ মেহমান ছিলেন রফিকুল ইসলাম বাহাদুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ, সাবেক ইউপি সদস্য ফরিদ মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ইউনুছ, স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মীর সুমন, ভিপি কাউছার, আবু মোছা, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন জুয়েল, তানভীর আহমেদ ভূঁইয়াসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
চ্যাম্পিয়ন দল ইছাপুরাকে নগদ ২ লাখ টাকা, আর রানারআপ দল পূর্বহাটি জামাতপাড়াকে নগদ ১ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়। পুরো টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতা করেন বাহরাইন প্রবাসী মোহাম্মদ সাজ্জাত হোসেন।
ফাইনাল ম্যাচের প্রধান রেফারি ছিলেন ভিপি মোঃ ময়নাল হোসেন (দেবিদ্বার), সহকারী রেফারি ছিলেন আব্দুল হান্নান ও সাইফুল ইসলাম। ধারাভাষ্য প্রদান করেন মোঃ রাসেল, মোঃ সুমন ও সানি।