কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর বাজার সংলগ্ন বালুর মাঠে সমাবেশ করা হয়।
এনসিপির নেতা এনামুল হকের সঞ্চালনায় পূর্ব ধৈইর (পূর্ব) ইউপির চেয়ারম্যান শুকলাল দেবনাথের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
এ সময় আরো বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা আক্তার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন, শেখ আলমগীর হোসেন, মোঃ ইব্রাহীম খলিল, স্থানীয় ইউপি মেম্বার সফিকুল ইসলাম, হাবিব বকসী মেম্বার, বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্ব ধৈইর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, মোঃ রিপন মিয়া, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই জনপদে প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যা বসবাস করে। ২০১৬ সালে এ উপজেলা থেকে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, বাঙ্গরা বাজার থানা এলাকায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জনের বসবাস। এত বড় জনসংখ্যা ও প্রশাসনিক কার্যক্রম থাকা সত্ত্বেও বাঙ্গরাকে এখনও উপজেলা ঘোষণা না করাটা অযৌক্তিক।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা ঘোষণা করার দাবি জানান বক্তারা।
ইতোমধ্যে বাঙ্গরা বাজার থানার আওতাধীন শ্রীকাইল ইউনিয়ন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন, আন্দিকোট ইউনিয়ন ও টনকী ইউনিয়নেও একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই অন্যান্য ইউনিয়নেও সমাবেশ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।