” সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনের মধ্য দিয়ে মির্জাগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।
জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তেলাওয়াত, র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার ১০.৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ কনফারেন্স হলে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আলোচনা সভার আয়োজন করেন।
মির্জাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল আহসান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী, মোঃ নুরুল ইসলাম ওসি (তদন্ত) মির্জাগঞ্জ থানা, আহসানুল্লাহ পিন্টু সিনিয়র সহ-সভাপতি উপজেলা বিএনপি, আব্দুল মান্নান লোটাস সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি, মো মশিউর রহমান সাধারণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো বশির উদ্দিন পায়রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন মির্জাগঞ্জ বন্ধু জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।