বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেতাগী পৌরসভার সহযোগিতায় ২০১৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক অনন্য উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে এ আয়োজন। এ সংবর্ধনা শুধু সম্মাননা নয়, বরং নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার প্রতীক।
সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, যিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; নৈতিকতা ও দায়িত্ববোধই শিক্ষার আসল শক্তি।” এই বক্তব্যটি উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী, বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির মল্লিক এবং উপজেলা জামায়াতের আমির মোঃ সাইদুল ইসলাম সোহরাব। বক্তব্যে সবাই একমত হন সমাজে আলোর বার্তা ছড়াতে হলে শিক্ষার চর্চা অব্যাহত রাখতে হবে। কেউ কেউ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে এবং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে সাহায্য করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা এইচ এ এস রাশেদ ইকবাল, বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহাদাত হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদুর রহমান, সাংবাদিক মোঃ কামাল হোসেন, মোঃ মিজানুর রহমান ডব্লিউ ও মেহেদী হাসান কায়েল।
শিক্ষার্থীদের মধ্যে মিতু আক্তার-এর বক্তব্য ছিল হৃদয়স্পর্শী. “এই সম্মাননা শুধু আমাদের নয়, এটি আমাদের পরিবারের ত্যাগ আর শিক্ষকদের পরিশ্রমের স্বীকৃতি।”
অনুষ্ঠানের শেষ পর্বে ১১ জন কৃতী শিক্ষার্থী এবং ৪ জন কৃতী খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। সেই মুহূর্তে হলজুড়ে হাততালির ধ্বনি যেন নতুন স্বপ্নের প্রতিধ্বনি তুলেছিল।
এই আয়োজন প্রমাণ করেছে এভাবে যদি শিক্ষার মূল্যায়ন হয়, তবে তরুণ প্রজন্ম নতুন করে উদ্দীপিত হয়। এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যতের পথপ্রদর্শক এক অনন্য উদাহরণ।