বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল পটুয়াখালী সদর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ কমিটি অনুমোদন দিয়েছেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি আকাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ সোবাহান হাওলাদার (সুজন)। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ শহিদুল ইসলাম, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ ইমরান হোসেন।
এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— মোঃ জাহাঙ্গীর হোসেন (বাচ্চু), মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ শাহিন হাওলাদার, মোসাঃ শিউলি পারভিন, রিনা বেগম, সনিয়া আক্তার, ফাতিমা আক্তার, মোসাঃ মাসুমা বেগম, মোঃ কাওছার, শাহনাজ, জেসমিন আক্তার, তহমিনা, মোসাঃ রিনা, এবং মোসাঃ সুনয়না।
কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামাল মৃধা, এবং সদস্য পদে রয়েছেন— মোঃ হুমায়ন কবির মৃধা, মোঃ আব্বাস মৃধা, মোসাঃ ইতি, ফাতেমা বেগম, তহমিনা বেগম, ফাতেমা আক্তার, রুশিয়া বেগম, মোঃ কাওছার, জেসমিন আক্তার, সাথী আক্তার, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মনসুর হেলাল (সাদ্দাম) এবং মোসাঃ লামিয়া আক্তার।
নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদনের পর জেলা সভাপতি আকাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ সোবাহান হাওলাদার (সুজন) বলেন, “দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তারা নবগঠিত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল আত্মপ্রকাশ করে। সংগঠনটি বিএনপির আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।