কিশোরগঞ্জের তাড়াইলে ৭ নভেম্বর-২০২৫ইং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭নভেম্বর) বিকাল ৩টায় খান ব্রাদার্স প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ শোয়েব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, মোঃ হাকিম রানা, মোঃ রকিবুর রহমান খান রুজন, তাড়াইল উপজেলা যুব দলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, তাড়াইল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কাইয়ূম ভূইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতির আদর্শে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।