মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকুরী বহাল রাখার দাবিতে মানবন্ধন নাসিরনগরে ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী তাড়াইলে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইকরাম হোসাইনের মতবিনিময় সভা রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা নান্দাইলে বিএনপি নেতা মোখলেছুর রহমান খান মুকুলের ইন্তেকাল তাড়াইলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে ফাজিল পরীক্ষায় নয়জন পরীক্ষার্থী বহিষ্কার কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে জামায়াত ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত

বেতাগীতে বিএনপির দুই গ্রুপের বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫৭ বার পঠিত

বরগুনার বেতাগীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, সমাবেশসহ নানা কর্মসূচি উদযাপন করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, এ দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা সকালে দলীয় কার্যালয়ে জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে পৌর শহরে র‍্যালি বের করেন। র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। সভায় মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো: মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মো: মনির হোসেন লাভলু, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো: মামুন পারভেজ আসাদ। এছাড়া আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপর দিকে একই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান কবিরের নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পৌর শহরে একটি র‍্যালি বের করেন তারা। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, মো: শাহজাহান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান খান নান্না, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম পান্না, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি মো: ফারুক হোসেন খোকন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, সাবেক যুবদল আহ্বায়ক মিজানুর রহমান ডব্লিউ।

সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বিএনপির আদর্শ তুলে ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..