বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবিদখালী সার্বজনীন দুর্গা মন্দির কমিটি ঘিরে উত্তেজনা তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া: বিলুপ্তির পথে শতবর্ষী ঐতিহ্য গনমাধ্যম কর্মীদের প্রাননাশের হুমকি, অভিযুক্তদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন সাবেক এমপি মতিউর রহমান তালুকদার আর নেই হাসিনার মৃত্যুদণ্ড রায়ে ভারতের প্রতিক্রিয়া শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ শেখ হাসিনার ফাঁসির রায়ে জনতার উল্লাস মানবতাবিরোধী অপরাধে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছর সাজা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় : আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ওয়াচটাওয়ার থেকে আখড়া বাজার ব্রিজ রাস্তাটি ছিনতাইকারীদের দখলে !

ভ্রাম্যমান রিপোর্টার:
  • আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬৩ বার পঠিত
কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ওয়াচটাওয়ার থেকে আখড়া বাজার ব্রিজ রাস্তাটি ছিনতাইকারীদের দখলে......................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শহরে ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্ছ ও ওয়াচটাওয়ার অবসর সময় কাটানোর বিনোদনের অন্যতম জনপ্রিয় স্থান হয়ে উঠেছে।

সকাল ও সন্ধ্যায়কালীন কর্ম ব্যস্ততার ফাঁকে শারীরিক কসরত হিসাবে আবার কেউ কেউ পরিবারের বিনোদন হিসাবে স্থানটি অনেকে বেছে নিয়েছে। কিন্তু ওয়াচ টাওয়ার থেকে নরসুন্দার নদীর পাড় দিয়ে মনপুড়া রেস্টুরেন্টে পাশ দিয়ে আখড়া বাজার ব্রিজের রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছিনতাই সহ নানা অপ্রীতিকর ঘটনা। বিশেষ করে শুক্রবার ও শনিবারের সবচেয়ে বেশি ঘটনা ঘটছে। ভোরে কিংবা সন্ধ্যার পর হাটাহাটি করতে গেলে একাকী পেয়ে ছিনতাই কারীরা অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটিয়ে নেয়। মনপুড়া রেস্টুরেন্টে উত্তর পাশে ওয়াক ওয়ে রাস্তাটিতে নেই কোন বাতি।

ফলে সন্ধ্যার পর বিরাজ করে এক ভুতুড়ে পরিবেশ। এর পাশে রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি। যার মালিক বাজিত পুর নিবাসী বলে জানা যায়। সেখানে ছিনতাই করে দ্রুত এর ভিতরে লুকিয়ে যায়। এই স্থানীয় এক দোকানী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, এই পরিত্যক্ত বাড়িটি ছিনতাইকারীদের বড় আস্তানা। এদের বড় গ্যাং রয়েছে। এখানে প্রায়শই সন্ধ্যার পর অনৈতিক কর্মকান্ড চলে। তিনি আরও বলেন, আমরা বাড়ির মালিক বাজিত পুর নিবাসী তাকে বলেছি পরিত্যক্ত বাড়িটি সচল করে লোকজন থাকার জন্য কিন্তু এ বিষয়ে কথা বলতে নারাজ। এই দোকানী বলেন এক সপ্তাহে পুর্বে সকালে এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেটে যাওয়ার পথে এই সংঘবদ্ধ চক্র তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে যায়।

একজন স্কুল শিক্ষক জানান, এই রাস্তা দিয়ে একসময় অনেক লোকজন যাতায়াত করতো কিন্তু অনিরাপদ হওয়ায় লোকজন চলাচল কমে গেছে। আইন শৃং্খলা বাহিনীর লোকজন সক্রিয় না থাকায় এখন স্থানটি মাদক ছিনতাই সহ অনৈতিক কর্মকান্ড কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক জন স্কুল ও কলেজের শিক্ষক জানান, আশপাশের অঞ্চলের বখাটেদের আস্তানায় রূপ নিচ্ছে এই রাস্তাটি। এতে যোগ দিচ্ছে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা যারা কিশোর গ্যাং্যের সক্রিয় সদস্য। ফলে বিভিন্ন স্থানে এদের অনেতিক কর্মকাণ্ড বেড়েই চলেছে।

আখড়া বাজার এলাকার বসবাসকারী কয়েক জন চাকুরী জীবি জানান,এই রাস্তা দিয়ে আমরা সকাল সন্ধ্যা হাটতাম কিন্তু রাস্তাটা অনিরাপদ থাকায় ওই রাস্তা এখন আর যাইনি। প্রায়শই শুনি নানা অঘটনের কথা কিন্তু এর কোন প্রতিকার না হওয়া এবং মনপুড়া রেস্টুরেন্টে উত্তরে পরিত্যক্ত বাড়িটি যে খোলা গেইটটা রয়েছে তা যদি ইট দিয়ে বন্ধ করে দেয়া হয় তাহলে অনেকাংশে ছিনতাই রাহাজানি কমে যাবে বলে সুশীল সমাজের ধারণা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..