বরগুনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের মাত্র পাঁচ দিনের ব্যবধানে স্থগিত করা হয়েছে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের আদেশ।
তার স্থলে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মিজ্ তাছলিমা আক্তারকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। তিনিই প্রথম বরগুনার নারী নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক।
এছাড়া একই সঙ্গে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক পদে বদলি করা হলেও, তা স্থগিত করে বর্তমানে তাকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর রাতে বরগুনার জেলা বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক পদে পদন করা হয়।
এ বিষয়ে বরগুনার সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘কর্মক্ষেত্রে নারী এবং পুরুষ বলে কোনো কথা নেই। এখানে দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, পুরুষের থেকে নারী কর্মীরা দক্ষতা এবং অভিজ্ঞতায় অনেক এগিয়ে ‘।