বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে বহরবুনিয়া ইউনিয়নের মোশাররফ হোসেন কলেজে লিফলেট বিতরণ করেন ছাত্রদল নেতা এইচ.এম. আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা নাজমুন নাসিম রাখি, ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন, মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সিহাব ইসলাম বাপ্পি, বহরবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রনিসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরার লক্ষ্যেই এ লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।