ময়মনসিংহের নান্দাইলে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত আজ সোমবার নিজ দফতরে
বিভিন্ন শ্রেণির লোকজনের সাথে তাতক্ষনিক সমস্যা সমাধান কল্পে আলোচনার প্রাক্কালে তিনি বলেন, সমাজ আজ বিভিন্ন সমস্যায় আবর্তিত। বিশেষ করে বাল্যবিবাহ মাদক ও ইভটিজিং প্রকট আকার ধারণ করছে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রতিটি মানুষ সচেতন হওয়া এখন সময়ের দাবী।
সাংবাদিক ও সুশীল সমাজ দ্রুত এগিয়ে আসতে হবে এবং হাল ধরতে হবে। শুধু প্রশাসনের পক্ষে সমস্যা সমাধান সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সমাজ ও রাস্ট্রের তরে কাজ করতে হবে। তবেই এ অভিশাপ থেকে আগামী প্রজন্ম মুক্তি পেতে পারে। আর মাদকের ভয়াবহ করাল গ্রাসে যুব সমাজ বিপর্যস্ত। স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এর ভয়াবহতা থেকে বাঁচাতে হবে। কারণ মাদকের নেশায় বুদ হয়ে তরুণ প্রজন্ম প্রায়শই বিভিন্ন অঘটন ঘটাচ্ছে।
এ বিষয়ে সাংবাদিক সমাজ এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি অভিভাবক সহ এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন নান্দাইলকে নতুন রূপে সাজাতে চাই। যুব সমাজকে মাদক মুক্ত করতে চাই, যেখানে থাকবে না কোন বাল্যবিবাহ , অকালে যেন কোন নারী অবর্ননীয় কষ্টের শিকার না হতে হয়। তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, বিশেষ করে প্রতিটি নাগরিক সুশিক্ষায় শিক্ষিত হবে ।
নান্দাইলের স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের পরিবর্তনের আশ্বাস দেন। এ সময় সাংবাদিক অভিভাবক ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।