ময়মনসিংহের নান্দাইল উপজেলা আজ শনিবার বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপি) হেডকোয়ার্টারে দলীয় অফিস উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ আইটি বিশেষজ্ঞ ইয়াসের খান চৌধুরী।
বিএনপির অফিস উদ্বোধন কালে ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য প্রতিটি ঘরে ঘরে যেতে হবে এবং এ বিষয় তুলে ধরতে হবে। আসন্ন নির্বাচনে প্রচারাভিযানের মাধ্যমে ধানের শীষ প্রতীকে বিজয় চিনিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, আমার বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন এবং ১৯৯১ সনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে উক্ত আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ছিলেন।আমার চাচা বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমাদের পরিবারের হাতে নান্দাইলের রাজনীতি সিংহভাগ পরিচালিত হয়ে আসছে। আমাদের পুর্বপুরুষ জনগণের পাশে অতীতে ছিল আমি ও নির্বাচিত হয়ে নিজকে জনগণের সুখেদুখে পাশে থাকব। তিনি দলীয় নেতাকর্মীদের মাঠে ভেদাভেদ ভুলে আগামী দিনের বিজয় তুলে আনার জন্য অপরিসীম কাজ করতে আহ্বান জানান।
এর আগে মুশুলী ইউনিয়নে এক কর্মী সমাবেশে যোগ দেন। যেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য নেতাকর্মীদের জনগণের ঘরে ঘরে যাওয়ার পরামর্শ দেন। তিনি চান, আগামী দিনের নান্দাইল হবে বৈষম্য হীন নান্দাইল, শিক্ষা চিকিৎসা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে যা যা প্রয়োজন তা করার আশ্বাস দেন। তিনি নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করার উতসাহ প্রদান করেন।
উল্লেখ্য নান্দাইল উপজেলা তের ইউনিয়ন এবং পৌরসভায় বিএনপির বিজয় চিনিয়ে আনতে নেতাকর্মীরা একাট্রা। আগামী দিনের এই আসন বিপুল ভোটে বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরীকে বিজয়ী করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দেখতে চায় পাঁচ লাখ জন অধ্যুষিত নান্দাইল বাসী।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব মো এনামুল কাদির,যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।