জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪নভেম্বর) আছর নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদ চত্ত্বর, পুরান থানা এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আজিজুল হক। তিনি নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ দলের উত্থাপিত ৫ দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন।
মিছিল ও সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।