বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবিদখালী সার্বজনীন দুর্গা মন্দির কমিটি ঘিরে উত্তেজনা তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া: বিলুপ্তির পথে শতবর্ষী ঐতিহ্য গনমাধ্যম কর্মীদের প্রাননাশের হুমকি, অভিযুক্তদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন সাবেক এমপি মতিউর রহমান তালুকদার আর নেই হাসিনার মৃত্যুদণ্ড রায়ে ভারতের প্রতিক্রিয়া শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ শেখ হাসিনার ফাঁসির রায়ে জনতার উল্লাস মানবতাবিরোধী অপরাধে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছর সাজা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় : আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন: বাড়ছে নির্বাচনী উত্তাপ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি)
  • আপলোডের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭৫৮ বার পঠিত
তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন......................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমে পড়েছেন হাতপাখা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। তাঁর শুভাগমনকে ঘিরে রোববার (১৬ নভেম্বর) রাতে তাড়াইল সদর বাজারের ট্রলারঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ মতবিনিময় সভা।

মাগরিবের নামাজের পর শুরু হওয়া এই আলোচনা সভা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। পুরো সময়জুড়ে ছিল নেতাকর্মীদের ব্যস্ততা, উচ্ছ্বাস, আলোচনার উদ্দীপনা এবং নির্বাচনের আগাম প্রস্তুতি।

সভাটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন দলটির সহ-সভাপতি ও জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ।

প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, জনবান্ধব কার্যক্রম এবং নির্বাচনে সংগঠনের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

নেতাকর্মীরা তাকে ঘিরে বিভিন্ন প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন, যা উপস্থিত সবার মধ্যে নতুন উৎসাহ যোগায়।
সভায় তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে মাঠপর্যায়ের করণীয় সম্পর্কে তুলে ধরেন প্রভাষক আলমগীর।
১. ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল।
২. তরুণ ও প্রথমবার ভোটারদের সম্পৃক্তকরণের পরিকল্পনা।
৩. এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ জনসেবামূলক উন্নয়ন প্রতিশ্রুতি।
৪. নির্বাচনী আচরণবিধি মেনে শক্তিশালী সাংগঠনিক উপস্থিতি নিশ্চিতকরণ।
স্থানীয় রাজনীতিতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাড়াইলে এই মতবিনিময় সভাটি নতুন রাজনৈতিক উত্তাপ যোগ করেছে।

নেতাকর্মীদের অংশগ্রহণ এবং আলোচনার পরিধি দেখে বোঝা যায়, আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা নিতে সবাই প্রস্তুত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..