ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ইতিমধ্যে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারাভিযান শুরু হয়েছে এবং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। নান্দাইল উপজেলাকে একটি আর্দশ ও নান্দনিক পরিবেশে উপজেলা গড়তে দুর্নীতি ও মাদক মুক্ত জনপদ গড়ার প্রত্যয়ে একাট্টা বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরী।
তিনি রোববার ( ১৬ নভেম্বর ) নান্দাইল উপজেলা চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামে ইউনিয়ন বিএনপির আয়োজিত মহিলাদের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন। এছাড়া তিনি একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আরও তিনটি উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।
বর্তমান সময়ের শ্রেষ্ঠ দাবি তারুণ্যের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি একটি উন্নয়নের দল। যারা ক্ষমতা এলেই দেশের উন্নয়ন সাধিত হয়। আপনারা আপনাদের পছন্দের মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী দিনের বিজয় নিশ্চিত করুন। আমি নান্দাইলকে বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। যেখানে থাকবে না কোন অনিয়ম দুর্নীতি রাহাজানি। আমি নান্দাইল থেকে কিছু নিতে আসেনি। আমার বাবা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী চাচা এ জনপদের উন্নয়নে তাদের ব্যপক ভুমিকা রয়েছে। আপনারা নান্দাইলবাসী মিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবেন, আর উন্নয়নের দায়িত্ব আমার কাধে তুলে নিব।
এছাড়া তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা দেশ নায়ক তারেক রহমানের মার্কা, এই মার্কা আপামর জনগণের। উক্ত উঠান বৈঠকে অসংখ্য মা বোনদের সমাগম ঘটে।
এসময় নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সদস্য সচিব মো এনামুল কাদির, যুগ্ম আহবায়ক রেজাউল করিম বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক কাউন্সিলর মো,নজরুল ইসলাম ফকির, জেলা যুবদল নেতা কামরুজ্জামান রাসেল সাবেক ছাত্রনেতা শাকিল মাহমুদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।