কুড়িগ্রাম জেলার রৌমারীতে মাদক বিরোধী অভিযানে বসতবাড়ির আঙ্গিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ সহ চাষী মো. কাইয়ুম মিয়া (৪৪) নামের একজন কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ুম মিয়া রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী কাইয়ুম মিয়াকে বাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ীর আঙ্গিনায় চাষ করা বিশফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন প্রায় ৫২ কেজি হবে ।
এবিষয়ে রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ু মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।