বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

চেক জালিয়াতির অভিযোগ বেতাগীর পৌর কাউন্সিলর শ্রী ঘরে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৮৮ বার পঠিত

বরগুনার বেতাগীতে চেক জালিয়াতির মামলায় এক কাউন্সিলরের ঠাঁই হয়েছে শ্রী ঘরে।

ভুয়া চেক দিয়ে গরু ক্রয় নিয়ে চেক জালিয়াতির মামলায় বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামী নয়নকে বেতাগী পৌর এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী মো: সুজনের বাসা থেকে শনিবার বেতাগী থানা পুলিশ গ্রেফতারের পর বিকেলে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ড থেকে পর পর দু‘বার কাউন্সিলর নির্বাচিত হন নয়ন দাস। কিন্ত গত পৌর নিবার্চনে কাউন্সিলর হিসেবে বিজয় লাভের পর তাঁর বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে স্থানীয় একাধিক লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াসহ এলাকায় নানা ধরনের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের পর সম্প্রতি লাপাত্তা হন কাউন্সিলর নয়ন দাস। পরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে আমলি আদালতে চেক জালিয়াাতি, অর্থ আত্মসাৎসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বরগুনা আদালত। তারই আলোকে শনিবার বেতাগী থানা পুলিশ তাকে গ্রেফতারের পর বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি এলাকায় অবস্থান করছেন গোপন সূত্রে এমন খবর নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে বরগুনা জেল হাজতে পাঠানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..