রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
এক বছরেও মামলার অগ্রগতি না হওয়ায় হতাশ শহীদ মিলনের স্ত্রী দিলরুবা রংপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২, আহত ২৫ নলছিটিতে পৌর শ্রমিক দলের নব গঠিত কমিটি নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১০২ জন শাস্তি পাচ্ছে রংপুরে হাঁসুয়ার কোপে নিহত ১ ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠীর চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ রংপুরে ব্যাংকের সিকিউরিটির কাছ থেকে ৩টি বন্দুকসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার গাইবান্ধায় কিশোরীকে উদ্ধারের সময় র‌্যাবের ওপর হামলা, গ্রেফতার ৩ রংপুরে ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিল জুলাই যোদ্ধারা

বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম ওয়ানডে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৭৪ বার পঠিত

অবিরাম বৃষ্টির কারণে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়েছে।
ম্যাচটি পরিত্যক্ত হবার আগে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৩৩ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে। দুই ঘন্টা বৃষ্টির কারনে ম্যাচটি ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছিলো।
এরপর দ্বিতীয় দফায় আবারও বৃষ্টি হানা দিলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনার উইল ইয়ং সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ৪৪ রান করেন হেনরি নিকোলস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে নেমে সাবধানী শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। ৪ ওভারে ৯ রান তোলেন তারা। পঞ্চম ওভারের তৃতীয় ডেলিভারির পর বৃষ্টি বন্ধ হয় খেলা। প্রায় দুই ঘন্টা খেলা বন্ধ থাকলে ৪২ ওভারে নেমে আসে ম্যাচটি।
তবে দ্বিতীয়বার বৃষ্টি হানা দেয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে কিউইরা। শেষ পর্যন্ত সেখানেই নিউজিল্যান্ড ইনিংসের সমাপ্তি টানেন ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা। এতে রাত ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়।
বিরতির পর সপ্তম ওভারের প্রথম বলে অ্যালেনকে ৯ রানে বিদায় করেন মুস্তাফিজ। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। নবম ওভারে নিউজিল্যান্ড শিবিরে আবারও আঘাত হানেন মুস্তাফিজ। অ্যালেনের মত উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানে আউট হন তিন নম্বরে নামা চাড বোয়েস।
পরপর দুই ওভারে মুস্তাফিজের জোড়া আঘাতে ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এমন অবস্থায় নিউজিল্যান্ডের বড় জুটি প্রয়োজনীয়তা মিটিয়েছেন ইয়ং ও হেনরি নিকোলস। পাল্টা প্রতিরোধ গড়ে ১৬তম ওভারে ৫০ ও ২৬তম ওভারে দলের রান ১শতে নেন তারা। ২৭তম ওভারে ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরির দেখা পান ইয়ং।
ইয়ং-নিকোলসের জমে যাওয়া জুটি ভাঙার চেষ্টায় মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারকেও ব্যবহার করেন লিটন। অবশেষে ২৮তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মুস্তাফিজ। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলসকে নিজের তৃতীয় শিকার বানান ফিজ। তৃতীয় উইকেটে ১১৭ বলে ৯৭ রানের জুটি গড়েন তারা। বাংলাদেশের মাটিতে তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের এটিই দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
এরপর ৩১তম ওভারে জোড়া উইকেট তুলে নেন স্পিনার নাসুম আহমেদ। দ্বিতীয় বলে ইয়ংকে ৫৮ রানে ও চতুর্থ ডেলিভারিতে রাচিন রবীন্দ্রকে শূণ্যতে আউট করেন নাসুম। ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩৪তম ওভারের চতুর্থ ডেলিভারির পর আবারও বৃষ্টি বন্ধ হয় খেলা। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলেও এরপর সেখানেই  কিউই  ইনিংস সমাপ্তি ঘটে।
মুস্তাফিজ ৭ ওভারে ২৭ রানে ৩টি এবং নাসুম ৮ ওভারে ২১ রানে ২ উইকেট নেন।
আগামী ২৩ সেপ্টেম্বর মিরপুরেই দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..