বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥ সরকারি বাঙলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মনোহরদীতে পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার সুপারকে লাঞ্চিত: থানায় অভিযোগ সাভারে ব্যাক টু ব্যাক ছিনতাই ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

দুর্নীতির মামলায় কাঠালিয়া হিসাব রক্ষণ অফিসের সুপার ও তার স্ত্রীর কারাদণ্ড

সফিকুল ইসলাম শাওন, কাঠালিয়া প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫৮১৬ বার পঠিত

সফিকুল ইসলাম শাওন, কাঠালিয়া প্রতিনিধি:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসের এসএএস সুপার মাহফুজুর রহমান (মজনু) ও তার স্ত্রী শাহনাজ পারভীনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ( ২৭ আগস্ট) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ রায় দেন। বুধবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার।
রায়ে শাহনাজ পারভীনকে দুই ধারায় মোট ৫ বছর কারাদণ্ড ও ৪১ লাখ চার হাজার ৮৪৭ টাকা জরিমানা, অনাদায়ে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাহফুজুর রহমানকে তিন বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিত পারভীন ও তার স্বামী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বলেন, ২০১৭ সালের ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া সম্পদ বিবরণীতে শাহনাজ ১২ লাখ ৬৪৯ টাকার তথ্য গোপন করেন। তখন ৩৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকার মিথ্যা তথ্যও দেন তিনি। তদন্তে ৫০ লাখ ৬২ হাজার ৬৪৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ২০১৮ সালের ৬ আগস্ট দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে শাহনাজকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে স্ত্রীকে সহায়তার অভিযোগে মাহফুজুরসহ শাহনাজের বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তাপস কুমার দেবনাথ জানান, বিভিন্ন পত্রিকায় তার বিষয়টি দেখেছি। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। আমি যতটুকু জানি ওনার স্ত্রীর নামে মামলা হয়েছিল পরে তদন্তে ওনার নামও আসছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..