সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের শুভ উদ্বোধন রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন বেতাগীতে শিক্ষার্থীকে নির্যাতন ও ভিডিও ছড়ানোর অভিযোগ ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি হতদরিদ্র কর্মহীনরা বাদ, ভেকুতে কাজ, কাবিটা প্রকল্পে অনিয়মের পাহাড় নান্দাইলে ইমাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ আমতলীতে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ভূতাইলের মাঠে দর্শকের উল্লাস, ইছাপুরা পেল নগদ ২ লাখ টাকার পুরস্কার সাংবাদিক নেতা সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহার পরলোক গমন: সাংবাদিক কমিউনিটির শোক প্রকাশ বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাগঞ্জে বিএনপির তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৩৪ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি’র তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএনপির তিন নেতা হলেন-মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা খান ও উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম সরোয়ার হাওলাদার।

বিএনপি নেতাদের অব্যাহতির বিষয় জেলা বিএনপির স্বাক্ষরিত পত্র থেকে জানা যায় , ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপির ওই তিন নেতার বিরুদ্ধে বিভিন্ন হাট বাজারে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর প্রেক্ষিতে গত ৮ আগস্ট তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্য গোলাম সারোয়ার হাওলাদার লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর কোন জবাব দেননি। অন্য দুইজন মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা খানের লিখিত ও মৌখিক জবাব জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ গোলাম সরোয়ার হাওলাদার বলেন, ইতিপূর্বে আমি কারণ দর্শানোর কোন নোটিশ পাইনি। আজকে জেলা বিএনপির স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমিক জানতে পারলাম আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..