বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥ সরকারি বাঙলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মনোহরদীতে পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার সুপারকে লাঞ্চিত: থানায় অভিযোগ সাভারে ব্যাক টু ব্যাক ছিনতাই ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

বেতাগীতে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৮০৩ বার পঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মোকামিয়া বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা (২৮) এবং মোকামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদার (৩৮)।

বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে ইমরান ও রেজাউল করিম নামে দুইজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আহত হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার বাদী হয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।

এই নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মো. শাহিন হোসেন হাওলাদারকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকা থেকে এবং মো. শাওন মৃধাকে একই ইউনিয়নের মাছুয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি একরামুল বলেন, নাশকতা মামলায় শাহিন হোসেন হাওলাদার ও শাওন মৃধাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বরগুনা বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..