বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

গাজীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭৬৪ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিনের অবসর উপলক্ষে সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান এর সভাপতিত্বে ও একই স্কুলের সিনিয়র শিক্ষক জয়দুল করিম জয়ের সঞ্চালনায় বার্ষিক ফলাফল প্রকাশ, সিনিয়র শিক্ষক সালাহ্ উদ্দিনের সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাদের উপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।

বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. আনোয়ার হোসেন,
আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক শামীম আহম্মেদ, তিনি বলেন- ‘আমাদের প্রতিষ্ঠান প্রতি বছর ভালো ফলাফল করে থাকে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে, তাই শিক্ষকদের পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন অভিভাবকদের সহযোগিতা।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, শ্রমিক দলের গাজীপুর জেলা শাখার সহকারী সদস্য সচিব আবুল কালাম আজাদ, কেওয়া পশ্চিম খন্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক খাদিজা আক্তার, সহকারী শিক্ষক আসমা আক্তার, সহকারী রসায়ন শিক্ষক‌ আশেক মাহমুদ মিঠুন, সহকারী শিক্ষক পল্লব সরকার ও সহকারী শিক্ষক, কলামিস্ট, সাখাওয়াত হোসেন (প্রমূখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..