মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: পরিবেশ উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান : সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় এক স্কুলে একই পরিবারের ১৬ জন কর্মরত : অভিযোগ তদন্তের নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের অভিষেক উপলক্ষে বাংলাদেশের অভিনন্দন

তাড়াইল হাসপাতালে রোগীদের ভোগান্তির শেষ নেই: জনবল-চিকিৎসক সংকট

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৭৭ বার পঠিত

১৪১.৪৬ বর্গ কিলোমিটার নিয়ে তাড়াইল উপজেলা গঠিত। নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা তথ্যানুযায়ী এ উপজেলায় মোট জনসংখ্যা ১ লাখ ৭০ হাজার ৮৪ জন। পুরুষ ৮২ হাজার ৫৩৯ জন, মহিলা ৮৭ হাজার ৫৪৫ জন। উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ১০৫ গ্রামের জনসাধারণের স্বাস্থ্য সেবার জন্য ১৯৬৮ সালে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। ভূগোলিক অবস্থা ও যাতায়াতের সুবিধার্থে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে তাড়াইল উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী করিমগঞ্জ, ইটনা, কেন্দুয়া ও নান্দাইল উপজেলার অধিকাংশ মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকেন।

বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রোগী আছে, চিকিৎসক নেই, অকার্যকর যন্ত্রপাতি, ডাক্তার সংকট ও নানাবিধ সমস্যায় জর্জরিত এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যেন নিজেরই চিকিৎসা প্রয়োজন। এ অবস্থায় চিকিৎসা নিতে আসা লোকজন নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। অথচ চিকিৎসক সংকটে ধুঁকে ধুঁকে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪৭ টি পদ সংখ্যা রয়েছে। প্রথম শ্রেনীর অনুমোদিত পদ সংখ্যা ২১টি, পূরণকৃত পদ সংখ্যা ৮টি। এর মধ্যে ২ জন অনুমোদনহীনভাবে অনুপস্থিত বিভাগীয় মামলা চলমান। একজন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে কর্মরত রয়েছেন, আরেকজন সপ্তাহে দুইদিন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন। ২য় শ্রেনীর অনুমোদিত পদ সংখ্যা ৩৬ জন, পূরণকৃত পদ সংখ্যা ৩১টি। এর মধ্যে শিক্ষা ছুটিতে সংযুক্তিতে আছেন ৫ জন। তৃতীয় শ্রেনীর অনুমোদিত পদসংখ্যা ৬৬ জন, পূরণকৃত পদ সংখ্যা-৩৮ জন, এর মধ্যে সংযুক্তিতে অন্য প্রতিষ্ঠানে রয়েছেন ৩ জন। চতুর্থ শ্রেনীর অনুমোদিত পদসংখ্যা ২৫ জন, পুরণকৃত পদ সংখ্যা ১১জন, এর মধ্যে সংযুক্তিতে অন্য প্রতিষ্ঠানে রয়েছেন দুইজন।

বর্তমানে হাসপাতালে সিজারিয়ান কার্যক্রম চালু রয়েছে, অপারেশন থিয়েটার, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এনালাইজার মেশিন আছে। এক্সরে মেশিন আছে কিন্তু এক্সরে টেকনিয়াশান নাই। যার জন্য এক্সরে করা যায়না এবং অবকাঠামোগতভাবে এক্সরে করার উপযুক্ত রুম নাই। বাড়তি টাকা খরচ করে রোগীদের প্রাইভেট ক্লিনিকে এক্সরে করতে হচ্ছে। ছোটখাটো অস্ত্রোপচারের জন্য রোগীদের যেতে হচ্ছে জেলার হাসপাতালগুলোতে কিংবা প্রাইভেট ক্লিনিকে। আরও জানা যায়, ২০২৪ সালের জানুয়ারির ১ তারিখ থেকে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ৬২ জন প্রসূতি রোগীকে সিজার করা হয়েছে।ইনডোর বিভাগে ৭ হাজার ৯৮১ জন, জরুরী বিভাগে ২১ হাজার ৮২২ জন এবং আউটডোরে ১ লাখ ৮ হাজার ৯৭১ জন রোগী সেবা নিয়েছে। ৮৩ জন রোগীকে কুকুরের কামড়ের চিকিৎসা দেয়া হয়েছে। ২ জন রোগীকে কুষ্ঠ ও ২৫৯ জন যক্ষা রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ২০২৩ সালে ৮ হাজার ২০৫ জন এবং ২০২৪ সালে ১ হাজার ৭৫২ জন রোগীকে এইচপিভি টিকা দেয়া হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন প্রায় সহস্রাধিক ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক সংকট থাকায় যেকোনো রোগী এলেই জরুরি বিভাগ থেকে তাদের স্থানান্তর করা হয় জেলা হাসপাতাল গুলোতে। গুরুত্বর রোগী স্থানান্তর নিয়ে বিপাকে পড়ে যায় দরিদ্র পরিবারগুলো। স্থানীয় হাসপাতালে চিকিৎসা না হওয়ায় মৃত্যুঝুঁকিতে পড়েন অনেক রোগী। চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, আমরা শতকষ্ট করে দূর-দুরান্ত থেকে আসলেও ডাক্তারের দেখা পাইনা। সিরিয়ালে দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে অনেক সময় ডাক্তার না দেখিয়েই বাড়ি ফিরতে হয়। আবার কখনও দুই একটা প্যারাসিটামল ও গ্যাস্টিকের বড়ি দিয়ে সান্তনা দেয় তারা।

তাছাড়া হাসপাতালের আঙ্গীনায় ঘোরাঘুরি করতে দেখা যায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দালালদের টানাহেছড়ায় ভালো মানুষও রোগী হয়ে যায়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন বলেন, জনবল সংকট ও প্রয়োজনের তুলনায় খুব কম চিকিৎসক রয়েছে অত্র ৫০ শয্যা হাসপাতালটিতে। কর্তৃপক্ষের কাছে চিকিৎসক সংকট নিরসনের আবেদন করা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন আমাদের হাসপাতালে চিকিৎসকসহ শূন্যপদে জনবল বাড়াবেন। তিনি আরও বলেন, বারবার নতুন করে চিকিৎসক চাওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..