বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥ সরকারি বাঙলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মনোহরদীতে পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার সুপারকে লাঞ্চিত: থানায় অভিযোগ সাভারে ব্যাক টু ব্যাক ছিনতাই ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৮৯ বার পঠিত

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট):

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বাবুল।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনী, তার রাজনৈতিক দর্শন, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন। বিশেষভাবে তার দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কৃষি ও শিল্পখাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, মহিলাদলের সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপী, আমীর আলী তালুকদার, মো. মজনু মোল্লা, মশিউর রহমান জুয়েল ও মো. আব্বাস মুন্সি।

দোয়া মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়। এছাড়া, শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অসহায় ও শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..