মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট মোরেলগঞ্জে ওসি মতলুবর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও মিছিল কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখার জোয়ার: প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারকে ঘিরে ভোটারদের নতুন প্রত্যাশা বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া প্যারিসের অন্যতম মানবিক ডাক্তার হসপিটাল অ্যামব্রোইজ প্যারে এর অর্থোপেডিক সার্জন ডাঃ চার্লস পিওগার নলছিটিতে কর ফাঁকি রোধে ও শক্তিশালী তামাক নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ চৈতার পীর মাওলানা নুর মোহাম্মদ খান মারা গেছেন ‘অবাধ সুষ্ঠু নির্বাচন: সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদনগরে গোমতী নদীর মাটি দিয়ে ভরাট করা হচ্ছে ঐতিহ্যবাহী শতবর্ষী পুরোনো পুকুর

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮২৯ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক সংলগ্ন ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর বাজার এলাকায় প্রায় এক একর আয়তনের একটি পুকুর ভরাটের কাজ চলছে। কয়েক শত বছরের পুরোনো এই পুকুর সকাল থেকে রাত পর্যন্ত গোসল, কাপড় ধোয়া, নিত্য ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার, হিন্দুদের প্রতিমা বিসর্জন করা ছাড়াও জলাবদ্ধতা নিরসনের উত্তস ছিল। স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো চক্র কাছাকাছি দূরত্বে থাকা সুবিলারচর এলাকার গোমতী নদীর চরের মাটি কেটে এনে হিন্দু সম্প্রদায়ের মালিকানাধীন পুকুরটির জোর করে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় গত ২৮ জানুয়ারী কুমিল্লা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও অদৃশ্য কারণে নেয়া হচ্ছে না দৃশ্যমান কোন ব্যবস্থ্যা। এতে করে ওই প্রভাবশালী ভূমি খেকো চক্রটির বিরুদ্ধে বর্তমানে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। আর এভাবেই শত বছরের পুরোনো পুকুরটি হারিয়ে যাচ্ছে উপজেলার মানচিত্র থেকে।

অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বোড়ারচর মৌজার দাগ নাম্বার ২৩ ও ২৪ এর প্রায় এক একর পরিমানের শত বছরের পুরোনো পুকুরটি মালিক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের। সুবিলারচর গ্রামের মৃতু চরু মিয়ার ছেলে মজিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো চক্র প্রভাব খাটিয়ে কয়েকজন মালিকের কাছ থেকে কৌশলে নাম মাত্র মূল্য দেখিয়ে পুকুরটির কিছু অংশ ক্রয় করে। কিছু দিন পূর্বে পুকুর পাড়ের বিভিন্ন প্রজাতির অনেক পুরানো মেহাগুনি, করাই, ফলজ গাছ কেটে ফেলে এবং বর্তমানে ট্রাক দিয়ে গোমতী নদীর চরের মাটি কেটে এনে সম্পূর্ন পুকুরটিতে ভরাট কাজ চালাচ্ছে।

স্থানীয়দের সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক করে বলেন, স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো চক্র পুকুরের সকল অংশীদারদের না জানিয়ে জোড়পূর্বক পুকুরটি ভরাট করা হচ্ছে। পুকুরটি শুধুমাত্র যে এলাকার পরিবেশকে নির্মল রাখছে তাই নয়, গোটা অঞ্চলের কয়েক হাজার মানুষের গোসল ও অন্যান্য গৃহস্থালী কাজেও প্রত্যক্ষ সহায়তা দিয়ে আসছে। পুকুরটি আমাদের গোটা এলাকাবাসীর অস্তিত্বের স্বার্থেই টিকিয়ে রাখতে হবে!

তারা আরো বলেন, ঐতিহ্যবাহী এই পুকুরটি জোর পূর্বক ভরাটের মাধ্যমে স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো চক্র আত্মসাতের অশুভ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যা এলাকাবাসীকে ক্ষতিগ্রস্ত করবে।

এ বিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান বলেন, পুকুরটি আমি ভরাট করছিনা। পুকুর পারে গাছ লাগানোর জন্য মাটি ফালানো হচ্ছে। আমি গোমতি নদী থেকে মাটি কাটিনা। কন্টাকদার গোমতী নদী থেকে মাটি কেটে আমার ইট ভাটায় ও পুকুরে মাটি দিয়ে থাকে। এতে আমার কি করার আছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, বিষয়টি আমার জানা নেই। ডিসি অফিসের চিঠির সাপেক্ষে বিষয়টি আমি দেখবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..